Logo

VEDVEDEE POURA HIGH SCHOOL

ভেদভেদী, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা

বাবু শিবলী শান্তি চাকমা, প্রধান শিক্ষক

বাবু শিবলী শান্তি চাকমা, প্রধান শিক্ষক Image

সম্মাণিত অভিভাবকবৃন্দ,

শুভ নববষ’ ২০১৫। মহান সৃষ্টিকতার অপার নান্দনিক খেয়ালে সৃষ্ট এই পাহাড়ের অনুপম সৌন্দযের কোলে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়। এক শিফটে এই বিদ্যালয়টি পাহাড়ী জনপদের বহুভাষাভাষি এবং বহুজাতিসত্ত্বার শিক্ষাথীদের এক মহামিলন ক্ষেত্র। যেন প্রকৃতিই এখানে একীভুত শিক্ষা শিখিয়ে দিচ্ছে। নানাবিধ সমস্যায় জজরিত থাকা সত্বেও এ সুতিকাগার থেকে বেরিয়ে বহু নন্দিত ব্যক্তিত্ব দেশ ও জাতির সেবায় নিজেদের উৎসগ করার গৌরব অজন করেছেন।

শিক্ষা মানেই হচ্ছে শিক্ষক, শিক্ষাথী ও অভিভাবক এর সমন্বয়ে একটি ত্রিমাত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্যের সন্ধান করা এবং একমাত্র সুশিক্ষাই ব্যক্তিত্বের পূণ বিকাশঘটিয়ে মনুষ্যত্বের সবাঙ্গীন উন্মেষ ঘটায়।

আর সেই লক্ষেই  শিক্ষাথীদের সবাঙ্গীন উন্নতিকল্পে এবং আধুনিক বিশ্বের সাথে তালে তাল মিলিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষাদানের জন্য বছরের শুরুতেই বিভিন্ন

উন্নয়নমূলক পরিকল্পনা ও কাযক্রমের অংশ হিসেবে এই ওয়েভ পোটাল’টি ইন্টানেটে উন্মুক্ত করা হল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এ ওয়েভ পোটাল’টি

শিক্ষাথীর বিদ্যালয়ের বিভিন্ন তথ্য জানাসহ পরীক্ষার ফলাফল, বাৎসরিক ছুটি, বিদ্যালয়ের বতমান ও ভবিষ্যতে কি প্রোগ্রাম হবে তা জানতে সহায়ক হবে

তেমনি আপনি এর মাধ্যমে আপনার সন্তানের বিদ্যালয়ে উপস্থিতি, অনুপস্থিতি, জ্ঞানাজন, অনুসন্ধিৎসা প্রভৃতি সম্পকে অবগত থাকতে সক্ষম হবেন।

এছাড়াও পারস্পরিক মতামত বিনিময়ের মাধ্যমে আপনার সন্তানের সুন্দর ও আলোকিত ভবিষ্যত গঠনে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

সুতরাং আসুন আমাদের কোমলমতি নিস্পাপ সন্তানের সঠিকভাবে গড়ে তোলার জন্য আমরা দায়িত্ব ভাগাভাগি করে নিই।

পরিশেষে ওয়েভ পোটালটির মাধ্যমে শিক্ষাথী ও অভিভাবকবৃন্দের মাঝে বিদ্যালয়ের প্রচার ও উন্নয়নে সহযোগিতার জন্য দেব নন্দন দেব, পরিচালক, ডাইনামিক সফটটেক, চট্টগ্রাম ও তার সহকারিগণের ধন্যবাদ জানাই। আপনি/আপনার ঐকান্তিক সহযোগিতা ও সাবিক সুস্থতা কামনা করি।

বিনীত

শিবলী শান্তি চাকমা

প্রধান শিক্ষক

ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়

সদর, রাঙ্গামাটি।`
বাণী
সভাপতি
বাবু পলাশ কুসুম চাকমা, সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটি
প্রধান শিক্ষক
বাবু শিবলী শান্তি চাকমা, প্রধান শিক্ষক
শিক্ষা মানেই হচ্ছে শিক্ষক, শিক্ষাথী ও অভিভাবক এর সমন্বয়ে একটি ত্রিমাত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্যের সন্ধান করা এবং একমাত্র সুশিক্ষাই ব্যক্তিত্বের পূণ বিকাশঘটিয়ে মনুষ্যত্বের সবাঙ্গীন উন্মেষ ঘটায়।